জাবির ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টোরের পদত্যাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম পদত্যাগ করেছেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট কমিটির সভাপতি ও রেজিস্ট্রার। আজ বুধবার (৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
পদত্যাগের কারণ হিসেবে অভিন্নভাবে সবাই ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কেই উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরেই উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
জানা গেছে, দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।
পদত্যাগপত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ড. নুরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়। সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।
একইভাবে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রভোস্ট কমিটির সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমান ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান।
এসব তথ্য নিশ্চিত করেছেন সদ্য পদত্যাগ করা রেজিস্ট্রার আবু হাসান।