বিদ্যমান শিক্ষা কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয় : ওয়াহিদ উদ্দিন মাহমুদ
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ‘বিদ্যমান শিক্ষা কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। এটি পরিমার্জন করে আমরা আগের কারিকুলামে ফিরে যাব। এটি এমনভাবে করা হবে যাতে শিক্ষার্থীরা পড়ালেখায় স্বাচ্ছন্দ্যবোধ করে।’
আজ রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘শিক্ষা খাতের বেহাল অবস্থা চলছে। অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ ও অযোগ্য শিক্ষকদের কারণে গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে।’
এ অবস্থায় সরকারের পদক্ষেপ কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘যোগ্য ও শিক্ষানুরাগীদের দ্বারা শিক্ষা পরিবার সাজানো হবে। ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন পদায়নের চেষ্টা করা হবে।’
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘বিশৃঙ্খলার সৃষ্টি না করে শৃঙ্খলার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। স্কুল-কলেজ বোর্ডে প্রচণ্ড দলীয়করণ হয়েছে। অশিক্ষিতরা ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে। এদের সরিয়ে দিতে হবে।’