মধ্যরাতে যা ঘটলো ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে
রোববার রাতভার সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। উভয় পক্ষের মারমুখী অবস্থানে প্রায় সারা রাতই উত্তেজনায় কাটান সেখানকার বাসিন্দারা। টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও পরিস্থিতি শান্ত করতে পারেনি পুলিশ। নিয়োজিত করা হয় বিজিবি সদস্যদের। পরে ভোররাতে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে।