তুচ্ছ ঘটনায় নেত্রকোনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
উপজেলার বলাইশিমুল ও ছবিলা গ্রামের বাসিন্দাদের মধ্যে আজ বুধবার (২ এপ্রিল) দুপুরের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছবিলা গ্রামের জসিম উদ্দিনসহ দুজনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে।
ছবিলা গ্রামের বাসিন্দা সোহান আহমেদ জানান, কিছুদিন আগে তাদের গ্রামের আজাহারুল ও বলাইশিমুল গ্রামের একজনের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয়। দুগ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিসের ব্যবস্থা করলে বৈঠকে ছবিলা গ্রামকে নিয়ে কটাক্ষ করে অপমান করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে দুপুর পর্যন্ত উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই গ্রামের মধ্যবর্তী হাওরে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুতর আহত কেউ নেই। এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’