সাফল্য আর সম্ভাবনা নিয়ে শাবিপ্রবির ৩৫ বছরে পদার্পণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/1720335953335.jpg)
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি), পহেলা ফাল্গুন। বসন্তের আগমের মধ্যদিয়েই ৩৫ বছরে পদার্পণ করল দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ৩৪ বছর আগে ১৯৯১ সালের এই দিনে ১৩ জন শিক্ষকের সমন্বয়ে তিনটি বিভাগের অধীনে ২০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে সাতটি অনুষদের অধীনে ২৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে ১২ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।
শাবিপ্রবির দীর্ঘ পথযাত্রায় শিক্ষা, গবেষণা আর উদ্ভাবনে নিজের সুনাম ছাড়িয়েছে দেশ থেকে বিশ্বমঞ্চে। বিশ্ববিদ্যালয়টির অর্জনের ঝুলিতে রয়েছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার-১৭’, ২০১৮ সালে ‘নাসা স্পেস চ্যালেঞ্জ অ্যাপস’ অনুষ্ঠানে অংশ নিয়ে বেস্ট ডাটা ইউটিলাইজেশন ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন, প্রযুক্তি খাতে অবদানের জন্য ‘ডিজিটাল ক্যাম্পাস অ্যাওয়ার্ড-২০’ অর্জন।
এ ছাড়া দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’, চালকবিহীন ড্রোন আবিষ্কার, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘একুশে বাংলা কী-বোর্ড’, কথা বলা রোবট ‘রিবো’, হাঁটতে সক্ষম রোবট ‘লি’, ক্যানসার নির্ণয়ের নতুন পদ্ধতি উদ্ভাবনের মতো অর্জনগুলো এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাত ধরেই এসেছে।
শাবিপ্রবির এই সাফল্য ও সম্ভাবনা অনুপ্রেরণা হিসেবে কাজ করে এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা সাবেক শিক্ষার্থীদেরও। বর্তমানেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের মাধ্যমে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
শিক্ষক-শিক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে স্মার্ট সেবা দিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে শাবিপ্রবি। বিশ্ববিদ্যালয়টির স্মার্ট সেবাগুলোর মধ্যে রয়েছে দেশে প্রথম মোবাইল ফোন দিয়ে ভর্তি প্রক্রিয়া, ই-স্বাক্ষর যুক্ত সার্টিফিকেট প্রদান, ই-পেমেন্টের মাধ্যমে সেমিস্টার ভর্তি ফি প্রদান, অনলাইন ক্লিয়ারেন্স পদ্ধতি, ডি-নথি মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সাপোর্ট সার্ভিস সিস্টেম ও ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম।
এ ছাড়া ক্যাশলেস ফুড শপ, নিজস্ব ডোমেইনে ই-মেইল, ইনোভেশন হাব স্থাপন, পরিবহণ, গেস্ট হাউজ ও অডিটরিয়াম অনলাইনে বুকিং সিস্টেম, যানবাহন ট্রেকিং ডিভাইস, ক্যাম্পাসজুড়ে অপটিক ফাইবার নেটওয়ার্ক, আবাসিক হলে স্বয়ংক্রিয় প্রবেশ গেট, মাইসাস্ট অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য প্রদানসহ আধুনিক সব সেবা দিয়ে যাচ্ছে শাবিপ্রবি।
আধুনিক সব সেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। বর্তমানে সাতটি একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ছেলে ও মেয়েদের জন্য তিনটি করে মোট ছয়টি আবাসিক হল রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। সংকট কাটাতে ছেলে-মেয়েদের জন্য এক হাজার আসন বিশিষ্ট দুইটি আবাসিক হল নির্মাণের কাজ চলমান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্ববৃহৎ অডিটোরিয়াম, দুটি প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, ইউনিভার্সিটি সেন্টার, মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় কাফেটেরিয়া, বিশ্ববিদ্যালয় ক্লাব, জিমনেসিয়াম, শিক্ষকদের জন্য একটি টেনিস কোর্ট, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আলাদা কোয়ার্টার প্রভূতি সেবা।
৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয়ে যেসব সংকট রয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ শুরু করেছি। শাবিপ্রবিকে দেশের মধ্যে সেন্টার অব এক্সিলেন্স বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালকে সামনের দিকে এগিয়ে নিতে সব শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কাজ করব।’