নজরুল বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবসে সিঙ্গেলদের বিক্ষোভ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/kabi_nazrul_university.jpg)
একদিকে বসন্তের প্রথম দিন আরেকদিকে ভালোবাসা দিবস। ১৪ ফেব্রুয়ারির এই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দেখা যায় রঙিন সাজে। হাতে ও মাথায় ফুল এবং রঙ-বেরঙের শাড়ি ও পাঞ্জাবিতে। ভালোবাসার এই বিশ্বজনীন উৎসবে কেউ প্রিয়জনের হাতে তুলে দিচ্ছেন লাল গেলাপ, কেউবা খোপায় গুজে দিচ্ছেন গাদা ফুল। তবে বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল শিক্ষার্থীরা দিনটিকে পালন করেছেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিঙ্গেল সোসাইটি অব জাককানইবির সভাপতি রাতুল হাসান তামিম ও ইমরান হোসেনের নেতৃত্বে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কদমতলা, বঙ্গমাতা হল, ক্যাফেটেরিয়া, কলা অনুষদ, চারুদ্বীপ প্রদক্ষিণ করে নজরুল ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা প্রেম ও ভালোবাসাবিরোধী নানা স্লোগান দিতে থাকে। একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর; নজরুল বিশ্ববিদ্যালয়ের মিঙ্গেলেরা হুঁশিয়ার সাবধান; সিঙ্গেলরা আসছে, রাজপথ কাপছে; তুমি কে, আমি কে, সিঙ্গেল সিঙ্গেল; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না ইত্যাদি স্লোগানে ক্যাম্পাসের পথঘাট আলোরিত হয়ে উঠে।
মিছিলরত ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অভি ফকির বলেন, ক্যাম্পাসে মিঙ্গেলদের আনাগোনা, তাদের মেলামেশা এসব দেখতে দেখতে আমরা সিঙ্গেলরা অনেক বিরক্ত। ভালোবাসা দিবস নামের প্রহসন এলে এসব ঘটনা আরও বেড়ে যায়। সিঙ্গেলদের মনে আরও কষ্ট জাগে। সেই কষ্টের বহিঃপ্রকাশ করতে আমরা সিঙ্গেলরা আজকের এই প্রতিবাদ সমাবেশ করছি।
সিঙ্গেল সোসাইটি অব জাককানইবির সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, আজকে হচ্ছে সুন্দরবন দিবস। আমরা এটা মনে ধারণ করে আসছি। এই সুন্দরবন দিবসে আমরা ক্যাম্পাসকে আরও সুন্দর করে তুলব। আমরা দেখি যে সন্ধ্যা হওয়ার পরপরই ক্যাম্পাসের বিভিন্ন স্থান নোংরা পরিবেশ হয়ে যায়। আমরা এই নোংরা পরিবেশ আর নোংরা মন মানসিকতার মানুষ থেকে ক্যাম্পাসকে বাঁচাতেই এই মিছিল করছি।
সোসাইটি অব জাককানইবির এক উপদেষ্টা সানোয়ার রাব্বি প্রমিস বলেন, মেয়েরা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিষ্ঠিত ছেলের সঙ্গে প্রেম করে। কিন্তু বিয়ের সময় প্রতিষ্ঠিত ছেলেদের বেছে নেয়। এমন প্রহসনের শিকার হচ্ছে হাজারও তরুণ। এই প্রহসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ।