এমবিবিএসে ভর্তির দ্বিতীয় মাইগ্রেশন ও অপেক্ষমাণদের তালিকা প্রকাশ

ফাইল ছবি
দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে দ্বিতীয় দফায় মাইগ্রেশন ও অপেক্ষমাণদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
মাইগ্রেশন শেষে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ৩২ জন শিক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। মেধা, পছন্দক্রম ও আসনের ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগপ্রাপ্তরা আগামী ২৫ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে মাইগ্রেশনকৃত কলেজে আর অপেক্ষমাণেরা নির্বাচিত মেডিকেলে ভর্তি হতে নির্দেশ দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে না পারলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।