ফিলিস্তিনের সমর্থনে জাককানইবি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি, প্রশাসনের সংহতি

গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সাথে সংহতি জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে আজ সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও গাজায় হামলার প্রতিবাদে সংহতি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
গতকাল রোববার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা এই শাটডাউনের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করছেন। বিশ্বব্যাপী ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে, তারা একাডেমিক ও প্রশাসনিক কাজ বর্জন করছেন। গাজায় বোমা হামলা, গাজাবাসীকে অনাহারে রাখা এবং তাদের নিশ্চিহ্ন করার এই সময়ে তারা নীরব থাকতে রাজি নন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, এটি একটি নৈতিক দায়িত্ব। সকলকে একসাথে আওয়াজ তুলে, সংগঠিত হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান তারা। জাককানইবির সকল শিক্ষার্থী এবং সারা দেশের ছাত্রছাত্রীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে যোগদানেরও আহ্বান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও গাজায় হামলার প্রতিবাদে সরব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (৭ এপ্রিল) দুপুর ১২টায় এক সংহতি সমাবেশ আয়োজনের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। নতুন প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।