চা-দোকানির সঙ্গে বাগ্বিতণ্ডা : স্থানীয়দের হামলায় আহত ৪ শিক্ষার্থী

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সংলগ্ন এক চা-দোকানি ও স্থানীয়দের বিরুদ্ধে দোকানে বসাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ম গেইট সংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। চায়ের দোকানটির মালিক সালাম নামের এক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নয়ন নামের এক শিক্ষার্থীর সঙ্গে দোকান মালিকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থীর গায়ে হাত তুললে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করতে আসেন। তখন চা দোকানি ও স্থানীয়রা মিলে শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. নয়ন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ও আমার বন্ধু ওই দোকানে চা খেতে গেলে দোকানির সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি আমাকে ধাক্কা দেন। আমি এর প্রতিবাদ করলে আশপাশের দোকানি ও স্থানীয়রা এসে আমাকে ধরে দোকানের ভেতরে নিয়ে যায়। ওই সময় আমার এক পরিচিত ভাই আমাকে বাঁচানোর চেষ্টা করে। তখন সালাম নামের ওই দোকানি লাঠি দিয়ে আমাদের আঘাত করেন। বিষয়টি জানাজানি হলে আমার সহপাঠী ও বন্ধুরাও সেখানে জড়ো হয়। এ সময় ওই দোকানি ও স্থানীয়রা আমাদের ওপর বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়।’
এ ঘটনার বিষয়ে প্রক্টরের রুটিন দায়িত্বে থাকা সহকারী প্রক্টর নাজমুল হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, আমাদের চার শিক্ষার্থী আহত হয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী, ইউএনও ও পুলিশের সঙ্গে বসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেব। যেন ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে।’