ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানাল বাকৃবির শিক্ষার্থীরা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রতীকী গণহত্যার চিত্রায়ণ করে অভিনয়ের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কামাল-রণজিত মার্কেট চত্বরে এ অভিনয়ে অংশ নেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের বেশ কয়েকজন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষার্থীরা সোমবার ক্লাস বর্জনের আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা ‘মানব সমাজ জেগে ওঠো, ফিলিস্তিন মুক্ত কর’, ‘স্টপ জেনোসাইড’, ‘ফিলিস্তিনের পাশে মানব সমাজ রয়েছে’—এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ব পরাশক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ইসরায়েলি সরকার ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এই হামলায় শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এমনকি আহতদের চিকিৎসা দিতে আসা স্বাস্থ্যকর্মীরাও হামলার শিকার হচ্ছেন। তাদের এই নৃশংস হামলা নিঃসন্দেহে মানবাধিকারকে লঙ্ঘন করে। প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। ইসরায়েলের এই গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব।