‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে আসিফ মাহমুদের সমর্থন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল।’ রাজধানীসহ সারাদেশে চলছে বিক্ষোভসহ নানা কর্মসূচি। সবকিছুর সঙ্গে সংহতি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অফিসিয়াল ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকাসহ একটি ছবি পোস্ট করেছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লিখেছেন, ‘যেখানে শিশুদের কান্না গুলি দিয়ে থামানো হয়, সেখানে নীরবতা নয়—প্রতিবাদই মানবতার ভাষা। আমরা আছি সত্য ও ন্যায়ের পক্ষে, ফিলিস্তিনের প্রতিটি নিঃশ্বাসে আমাদের সংহতি।’
ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট আহ্বানকারীদের আশা, আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার প্ল্যাটফর্মগুলোও সোমবার এই কর্মসূচি পালন করবে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো গতকাল রোববার এক বিবৃতিতে বৈশ্বিক এই ধর্মঘটের ডাক দেয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।