পঞ্চগড়ে আ.লীগসহ জামানত হারালেন ২৮ চেয়ারম্যান প্রার্থী
তৃতীয় ধাপে অনুষ্ঠিত পঞ্চগড় জেলার সদর ও আটোয়ারী উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির দুইজন, জাকের পার্টির আটজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতজন এবং স্বতন্ত্র প্রার্থী ১০ জন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম (নৌকা-৯৪৩ ভোট), জাকের পার্টির প্রার্থী মো. হাসিবুল ইসলাম (গোলাপফুল-১৬৫ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ছলেমান আলী (হাতপাখা-৪৯৮ ভোট)।
অমরখানা ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মো. ফুল মিয়া (লাঙ্গল-২১০ ভোট), জাকের পার্টির প্রার্থী মো. রুবেল মিয়া (গোলাপফুল-১২৯ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আনছারুল হক (হাতপাখা-১১৪৮ ভোট)।
চাকলাহাট ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আনছারুল হক (হাতপাখা-১১৪৮ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী মো. সফিউল আলম (অটোরিকশা-১৪৭২ ভোট)।
ধাক্কামারা ইউনিয়নে জাকের পার্টির প্রার্থী মো. আব্দুর রহিম (গোলাপফুল-৪৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমজাত হোসেন (হাতপাখা-১২৫৭ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী মো, নুর আলম (চশমা-১৭৮১ ভোট)।
হাফিজাবাদ ইউনিয়নে জাকের পার্টির প্রার্থী মো. মকছেদুল আলম (গোলাপফুল-৩৯৫ ভোট) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলাল উদ্দীন (হাতপাখা-৩৮৩ ভোট)।
হাড়িভাসা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. গোলজার হোসেন সরকার (হাতপাখা-৫০৮ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. মো. হায়দার আলী (আনারস-৩০৫ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল গফফার (চশমা-২০১৩ ভোট)।
মাগুড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মো. ফরহাদ হোসেন রাজু (মোটরসাইকেল-২১৮ ভোট), মো. জাহেদুল ইসলাম (ঘোড়া-১৩১ ভোট) ও মো. আমিনার রহমান (অটোরিকশা-২৫৬ ভোট)।
সাতমেরা ইউনিয়নে জাকের পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম (গোলাপফুল-১৩৩ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী মো. আকবর আলী (আনারস-১২১ ভোট) এবং কামাত কাজলদিঘী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. মাসউদুর রহমান (ঘোড়া-২৯২ ভোট)।
আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে জাকের পার্টির প্রার্থী মো. দবিরুল ইসলাম (গোলাপফুল-১৩৭ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলম (হাতপাখা-২১০ ভোট)।
আলোয়াখোয়া ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মো. আজিজুল হক (লাঙ্গল-২০৪ ভোট), জাকের পার্টির প্রার্থী মো. মেরাজ উদ্দীন (গোলাপফুল-২১০ ভোট)।
রাধানগর ইউনিয়নে জাকের পার্টির প্রার্থী মো. দেলোয়ার হোসেন (গোলাপফুল-১৯৫ ভোট) এবং তোড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সাহেদুল ইসলাম (আনারস-১২০ ভোট)।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান, মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট প্রাপ্ত প্রার্থীরা জামানত হারাবেন। পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ২৮ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন।