পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে চলছে ভোটগ্রহণ
পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পঞ্চম ধাপে ভোটের নির্বাচনি এলাকাগুলোয় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার শঙ্কায় ২৬ জেলার ৪৪ উপজেলায় এরই মধ্যে অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ৪৮ জেলার ৯৬ উপজেলার প্রতিটিতেই রয়েছে বিজিবি, র্যাব ও পুলিশ। কোথাও কোথাও কোস্টগার্ডের সদস্যেরাও রয়েছেন।
ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে সব নির্বাচনি এলাকায়। অনেক স্থানের সাধারণ ভোটারেরা ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অপরদিকে, নির্বাচন কমিশন বলছে, তারা কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
শ. ম সাজু, রাজশাহী : রাজশাহীর বাগমারা, পুঠিয়া ও দূর্গাপুর উপজেলার ১৯টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সকাল ৮টা থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যান ভোটারেরা।
তিন উপজেলার ১৯ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জন ও সাধারণ সদস্য পদে ৬৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।
ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের দায়িত্ব পালনের পাশাপাশি র্যাব ও বিজিবির ভ্রাম্যমাণ টিম মাঠে রয়েছে। রয়েছে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহীর ১৯টি ইউপিতে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৩৬ হাজার ৫৪৭ জন।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি এবং গফরগাঁও উপজেলার চারটিসহ ১৫টি ইউপিতে ভোট চলছে। এর মধ্যে নান্দাইলের চন্ডিপাশা ইউপিতে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।
এদিকে, এখন পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এর আগে গফরগাঁওয়ের ১১টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মিণবাড়িয়া : পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০টি ও আশুগঞ্জের আটটি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুই উপজেলার ১৮টি ইউপির ১৭৮টি ভোটকেন্দ্রে ভোটারেরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে ভিড় জমিয়েছেন।
১৮টি ইউপিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ৪৩ হাজার ৫১৬ জন ও আশুগঞ্জে ভোটার সংখ্যা এক লাখ ৩২ হাজার ৯৭০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় ৪৪ জন ও সদর উপজেলায় ৪৫ জন চেয়ারম্যান পদে লড়ছেন। এ ছাড়া দুই উপজেলায় সংরক্ষিত সদস্য পদে ১৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৬৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্য ছাড়াও বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম দায়িত্ব পালন করছে।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সাতটি ইউপিতে ভোটগ্রহণ চলছে। সাতটি ইউনিয়নের মোট ৬৬টি ভোটকেন্দ্রের ৩২০টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয় নির্বাচনি সরঞ্জাম। আজ সকালে পাঠানো হয় ব্যালট।
সাতটি ইউপিতে ভোটার সংখ্যা মোট এক লাখ ১২ হাজার ৩০৬ জন। এর মধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৫৯৬ জন ও পুরুষ ভোটার ৫৭ হাজার ৭১০ জন।
এদিকে, ৬৬টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে মোতায়েন আছে বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনে ছয় শতাধিক পুলিশ সদস্যসহ আনসার, বিজিবি ও বিভিন্ন স্তরে দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।