প্রকাশ্যে ভোট দেওয়ার প্রতিবাদে কুলিয়ারচরে সড়ক অবরোধ
প্রকাশ্য ভোট দেওয়ার প্রতিবাদে কুলিয়ারচরে সড়ক অবরোধ করেছে ছয়সূতি ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী সন্তোষ চন্দ্র সুত্রধরের সমর্থকরা।
উপজেলার কুলিয়ারচরে ছয়সূতি এলাকায় সেতু সংলগ্ন স্থানে রোববার বিকেল সাড়ে ৩টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সন্তোষ চন্দ্র সূত্রধর ফুটবল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ মার্কা নিয়ে নির্বাচন করছেন মো. জুয়েল মিয়া। বিকেল ৩টার দিকে ছয়সূতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রে এক বৃদ্ধের ভোট মো. জুয়েল মিয়ার সমর্থকরা মোরগ মার্কায় প্রকাশ্য ভোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ইউপি সদস্য প্রার্থী সন্তোষ চন্দ্র সূত্রধরের সমর্থকরা ভোটকেন্দ্র থেকে ফিরে এসে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি।
এ বিষয়ে ছয়সূতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সন্তোষ চন্দ্র সূত্রধর অভিযোগ করে বলেন, ‘আমি নির্বাচনে বেশি ভোট পেয়ে জয়ী হতাম। কিন্তু মো. জুয়েল মিয়ার লোকজন আমার ভোটারদের জোর করে মোরগ মার্কায় ভোট প্রকাশ্যে দেয়। আমি প্রতিবাদ করায় আমাকেসহ আমার সমর্থকদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়।’
তার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন সন্তোষ চন্দ্র সূত্রধর।