১০-১২ কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি : হিরো আলম
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন। হিরো আলম বনানী মডেল স্কুল পরিদর্শন শেষে গণমাধ্যমে বলেন, ‘১০-১২টা কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। বনানী মডেল স্কুলে আমি এসে এজেন্ট ঢুকিয়েছি। এর আগে ঢুকতে দেওয়া হয়নি। আমার এজেন্টদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে৷ এখন বাজে সকাল ১০টা। সারা দিন কী হবে জানি না। এরাম হলে তো ভোটই হবে না।’
হিরো আলম আরও বলেন, ‘যেসব কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, আমরা সেসব কেন্দ্রে যাব। কী কারণে ঢুকতে দেওয়া হয়নি, কেন তাদের বের করে দেওয়া হলো; আমরা সেসব জানার চেষ্টা করব। এরকম হলে ভোটার ভোট দিতে আসবে না। এক তরফা নির্বাচনের জন্য এরকম চিন্তা করেছে মনে হয়। আমি নির্বাচনি কর্মকর্তাকে জানিয়েছি। তারা দেখবে বলেছে। তারা দেখার ওপর আছে।’
এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘এভাবে চলতে থাকলে ফলাফল মেনে নেব কি না সেটা পরের বিষয়। তবে, আমরা লাস্ট সময় পর্যন্ত ভোটের মাঠে থাকতে চাই। কারণ, আমরা দেখতে চাই, তারা কতটা আমার ওপর অত্যাচার করে, কতটা এজেন্ট বের করে দেয়, জোর করে কতটা সিল মারে। দেশের জনগণ দেখবে, আপনারও দেখবেন।’