ডিবিতে মিষ্টি নিয়ে হিরো আলম, আরাফাতের বিরুদ্ধে করবেন হত্যাচেষ্টার মামলা
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে, সেই খবর নিতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম জেনেছেন, আরাফাতকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সেজন্য, খুশিতে হিরো আলম যাচ্ছেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। সঙ্গে নিয়েছেন মিষ্টি।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে হিরো আলম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
হিরো আলম বলেন, ‘আরাফাতকে গ্রেপ্তারের পর আমি খোঁজ নিয়েছি থানায়। কিন্তু, সেখানে তিনি নেই। তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সেজন্য, এখন (বিকেল সাড়ে ৫টা) সেখানে যাচ্ছি। সঙ্গে মিষ্টি নিয়েছি। খুশির মিষ্টি। এ মিষ্টি কর্মকর্তাদের খাওয়াব। বিরতণও করব।’
হিরো আলম আরও বলেন, ‘আগামীকাল বুধবার আমি আরাফাতের বিরুদ্ধে মামলা করব। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেজন্য, আমি হত্যা চেষ্টার মামলা করব।’
গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন, তাকে পেটানো লোকজন আরাফাতের সমর্থক।
হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।