৩০০ আসনে সিসি টিভি স্থাপন সম্ভব নয় : সিইসি
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে সিসি টিভি স্থাপন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে জেলার একটি করে আসনে সিসি টিভি লাগানো হতে পারে বরেও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সিইসি এ তথ্য জানান।
সিইসি বলেন, স্বতন্ত্রপ্রার্থীরা যদি নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে না পারেন এবং পারস্পরিক নির্বাচনি পরিবেশ বজায় রাখতে আন্তরিক না হন, তাহলে সুষ্ঠু নির্বাচন দুরুহ হয়ে পড়বে।
অপরদিকে অনেক প্রার্থী অভিযোগ করেছেন সরকারদলীয় প্রার্থীরা সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সিইসির কাছে দাবি জানান।
সিইসি জানান, সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচনি আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমসহ রংপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিইসি আরও বলেন, মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, আজকের মতবিনিময় সভায় সেসব নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় প্রার্থীদের সঙ্গে সিইসির ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায়, আচরণ বিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচার-প্রচারণা চালানোসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
আজ সকালে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ও দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর বিভাগের সব জেলা এবং উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তা, ইউএনও, ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন সিইসি।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে রংপুর-৩ আসনের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্রপ্রার্থী জানান, সিইসি তাঁদের পুলিং এজেন্টের ওপর নির্ভর করতে বলেছেন, পুলিং এজেন্ট দিয়ে কী নির্বাচন সুষ্ঠু করা সম্ভব? তাঁর দাবি নির্বাচন সুষ্ঠু করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার।