আমি নৌকা চালাই, সেটা স্রোতের অনুকূলে চালাতে হবে, প্রতিকূলেও : সিইসি
সম্প্রতি বাংলাদেশের নির্বাচন কমিশন গণমাধ্যমে পাঠানো একটি ধারণাপত্রে বলেছে যে, ‘অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল, সেটি এখনও হয়ে ওঠেনি।’ এর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এর ব্যাখ্যা দেন।
ব্যাখ্যায় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘হয়তো ভাষার উচ্চারণটা ভুল হয়ে গেছে। তবে আমার কথার উদ্দেশ্য হচ্ছে, এখনও পরিবেশটা পুরোপুরি অনুকূল নয় মানে এটা না যে, আমি নির্বাচন করব না। আমি নৌকা চালাই, সেটা স্রোতের অনুকূলেও চালাতে হবে, প্রতিকূলেও চালাতে হবে। এর মানে এই না যে, পরিবেশ ঠিক নেই, নির্বাচন হবে না। এটা কখনো নির্বাচন কমিশন বলেনি।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যে ধারণাপত্র দেওয়া হয়েছিল, আমি নিজে সেটা টাইপ করেছিলাম। আমি এককভাবে এর দায়দায়িত্ব নিচ্ছি। কারণ, আমি লিখতে পারি, টাইপ করতে পারি। এজন্য হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে। আমরা দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নানা ধরনের বাধা দেখছি। আপনারা কী পারবেন, কী পারবেন না, এটা হয়েছে, সেটা হয়েছে ইত্যাদি বাধা দেখেছি। তবে, পথটা খুব মসৃণ তা নয়, আবার কাঁটায় পরিপূর্ণ তাও নয়। মাঝেমধ্যে কিছু কিছু কাঁটা আমি দেখতে পেয়েছি। এ বিষয়ে আমরা আবেদন করেছি যে, আপনারা চেষ্টা চালিয়ে যান, যাতে পরিবেশটা আরও অনুকূল হয়ে ওঠে।’