সুষ্ঠু নির্বাচনে পোলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু বলেছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সুষ্ঠু-সুন্দর নির্বাচন পরিচালনার জন্য পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোলিং এজেন্টরা সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় প্রতিমন্ত্রী একথা বলেন।
নৌকার মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছ থেকে সুষ্ঠু ও নির্ভুল ভোট গ্ৰহণের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রার্থী হিসেবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেছি।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান শাকুর হোসেন সাকুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।