মানুষের আস্তা শেখ হাসিনায় : শ ম রেজাউল করিম
মানুষের আস্তা শেখ হাসিনায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া বাজারে গণসংযোগের সময় তিনি একথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, আমার অভিষ্ঠ লক্ষ্য, নির্বাচিত হলে পিছিয়ে পড়া ইন্দুরকানীকে অগ্রাধিকার দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণে ব্যবস্থা নেব। তিনি বলেন, মানুষের আস্তা শেখ হাসিনায়। মানুষ মনে করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হলে আওয়ামী লীগের এমপি দরকার, নৌকার এমপি দরকার। সকল মানুষ দলমত নির্বিশেষে সবাই ছুটে আসছে।
নির্বাচনে পিরোজপুর-১ আসনে চলছে নির্বাচনি প্রচার। প্রার্থী ও তার কর্মীসমর্থকেরা গণসংযোগ চালাচ্ছেন।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। একই আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল লড়ছেন ঈগল প্রতীকে। এ ছাড়া জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম লাঙ্গল প্রতীকে ও তৃণমূল বিএনপি মনোনীত ইয়ার হোসেন রিপন সোনালী আঁশ প্রতীকে আছেন নির্বাচনি মাঠে।
পিরোজপুর-১ আসন ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার তিন লাখ ৬৭ হাজার ৩৭। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৬ হাজার ৩০৪ এবং নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৭৩৩ জন।