ময়মনসিংহে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ
ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ও ঈগল প্রতীকের নাজনীন আলমের নির্বাচনি ক্যাম্পে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নৌকার প্রার্থীর একটি প্যানাও ছিঁড়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেন প্রার্থীদের কর্মী-সমর্থকরা।
নাজনীন আলমের স্বামী ফেরদৌস আলম অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে তাতকুড়া এলাকায় নাজনীন আলমের নির্বাচনি অফিসের তালা ভেঙে পোস্টার তছনছ, ভাঙচুর ও আসবাবপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ, পোস্টার তছনছ ও ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে, চুরালি বাজারে হোটেলে সাটানো নৌকার প্যানা ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন রায় তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ মামলা করেনি।’