নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা
কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুর করা ঘটেছে৷ গতকাল রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানা করলে তার সমর্থকরা এ হামলা করে বলে জানা গেছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়িতে গতকাল রোববার রাত ৮টার পর মাইক ব্যবহার করে নির্বাচনি সভা করছিলেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা৷
এ সময় সভায় উপস্থিত হন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয় আবুল কালাম আাজাদকে৷ এক পর্যায়ে কয়েকজন লোক উত্তেজিত হয়ে হামলা করে ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় রায়হানুল ইসলামকে বহন করা গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়৷ এ ঘটনায় অফিস সহকারী মো. আলাদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, জরিমানার ঘটনায় হামলার শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমন অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানা করায় হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। তবে তিনি সুস্থ আছেন। গাড়ির কাঁচ ভেঙে গেছে। এ বিষয়ে মামলা হয়েছে।