পরিস্থিতি বুঝে দলীয় সিদ্ধান্ত : জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তাঁদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, তবে তাঁরা মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন—এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে বেশিরভাগ প্রার্থী যদি নির্বাচন থেকে সরে যায় তখন চাপ সৃষ্টি হবে, তখন পরিস্থিতি বুঝে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নিজ নির্বাচনি এলাকা রংপুর-৩ আসনের ধাপ এলাকায় গণসংযোগ এবং কমিউনিটি মেডিকেল কলেজের চিকিৎসক ও স্টাফদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, অতীতে নির্বাচন ভালো হয়নি, এবার আমাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এরপর দল সিদ্ধান্ত নেবে।
জি এম কাদের আরও বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দিলেও আমাদের কিছু প্রার্থীর নির্বাচন করার সক্ষমতা নেই, তাই হয়তো কেউ কেউ প্রত্যাহার করছেন। কিন্তু এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা দেখা হচ্ছে। বেশিরভাগ প্রার্থী যদি নির্বাচন থেকে সরে যায়, তখন তো চাপ সৃষ্টি হবেই, তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।