নৌকায় ভোট চাওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে ভোট চাওয়া বা নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শনোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিরাজগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ তাঁদের এই নোটিশ দেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এতথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় তিন শিক্ষককে সশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তার খাসকামরায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশে বলা হয়েছে।
নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম ও অর্থনীতি বিভাগ গণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সৈয়দ আশরাফ। তারা কেউ-ই এ অঞ্চলের ভোটার নন।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আপনি/আপনারা একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও গত ৩ জানুয়ারি সিরাজগঞ্জ-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনি কর্মসূচি বা কর্মকাণ্ড পরিচালনা করেছেন। যার ভিডিও ফুটেজ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সরবরাহ করা হয়েছে।
ওই নোটিশে আরও বলা হয়, আপনার (আপনাদের) এমন কর্মকাণ্ডে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এ আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামীকাল ৫ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হলো।