আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : ইসি আহসান হাবিব
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রেগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অঞ্চলের পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাবসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসি মো. আহসান হাবিব খান।
ইসি মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা মনে-প্রাণে বিশ্বাস করি রাজনৈতিক নেতা, মন্ত্রী এমপিরা ভোট কার্যক্রমকে আন্তরিকভাবে সহায়তা করবেন। কোনো পক্ষপাতিত বা কোনো প্রভাব বিস্তার করবেন না। যদি এর বিচ্যুতি হয় তাহলে তাঁদের সম্মান ক্ষুণ্ণ হবে। এ ব্যাপারে নিবার্চন কমিশন সজাগ এবং সচেতন। এবার প্রার্থীর সংখ্যা বেশি হবে, নির্বাচনে সহিংসতা হবে না।’
গত জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে মন্তব্য করে ইসি আহসান হাবিব খান বলেন উপজেলা নির্বাচনে কোনো রাজনৈতিক দল চাইলে দলীয় প্রতীকে ভোট করতে বাধা নেই।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব , সকল থানার ওসি এবং মাঠ পর্যায়ের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। দীর্ঘ তিন ঘণ্টা চলা ওই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন এ নির্বাচন কমিশনার।
এ নির্বাচন কমিশনার আরও বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও শক্তিশালীভাবে কাজ করে তবে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক রাখতে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে। ভোটারদের নির্বিঘ্নে, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত ও ভোট প্রদানের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরিতে যা যা করতে হয় স্থানীয় প্রশাসন তাই করবে। কোনো ভাবেই যেন ভোটরদের মধ্যে ভীতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। তাহলেই সুন্দর ও সুষ্ঠু উপজেলা পরিষদ নির্বাচন উপহার দিতে পারব।
এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৮ মে প্রথম ধাপে এবং ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ২৯ মে ও ৫ জুন তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে প্রার্থী যত শক্তিশালীই হোক না কেন, নির্বাচনি আইনকানুন শত ভাগ মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘন করা হলে প্রয়োজনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেবে কমিশন। প্রথম বার অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামুলক করা হয়েছে। অনলাইন ব্যতীত মনোনয়নপত্র দাখিল করা যাবে না। ইতোমধ্যে নির্বাচনি সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম ও সাংবাদিকদের সংশোধিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।