নড়াইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৩ মে) দুপুরে রূপগঞ্জ বাজারে নির্বাচনি প্রচারণার সময় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেওয়ালে পোস্টার, ওয়ার্ডে একের বেশি নির্বাচনি ক্যাম্প এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণবিধির ধারার ব্যত্যয় ঘটালে প্রার্থীদের আগে সতর্ক করা হচ্ছে। তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।’