রিমালের প্রভাবে স্থগিত ২২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা
প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২২ উপজেলার ভোট স্থগিত করেছিল নির্বাচন কমিশন। স্থগিত ২২ উপজেলার মধ্য ২০ উপজেলায় ভোটগ্রহণ আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।
আজ বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
ইসি সচিব বলেন, ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত ২২ উপজেলার মধ্যে ২০ উপজেলায় আগামী ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মামলাজনিত কারণে কুমিল্লার চান্দিনায় ভোট স্থগিত করা হয়েছিল। এই উপজেলায় ভোট ৫ জুন হবে। চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জের ভোটও হবে ৫ জুন।
এদিকে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ অনুষ্ঠিত হওয়া ৮৭ উপজেলায় প্রথম চার ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন সচিব জাহাংগীর আলম।
জাহাংগীর আলম বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক ঠিক মত কাজ না করায় এ পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়েছে সেটার পুরো তথ্য সংগ্রহ করতে পারছি না। এজন্য ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। যে কেন্দ্রগুলোর তথ্য পেয়েছি সেখানে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানা গেছে। এটা প্রাথমিক তথ্য। দুপুর ১২টা পর্যন্ত কোথাও ১৫, কোথাও ১৬, কোথাও ২০ শতাংশ -এ রকম ভোট পড়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’