নদীমাতৃক বাংলার সৌন্দর্যকে তুলে ধরতে সাম্প্রতিক সময়ে আঁকা ৩৬টি চিত্রকর্ম ও চিত্রায়িত অবজেক্ট নিয়ে ১৬ মে বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে ‘রিভার স্টোরিস’ শিরোনামে শিল্পী ভিনিতা করিমের একক প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে এটি শিল্পীর ২৩তম একক প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ৬ জুন। ছবি : শিপন আলী