গত ২৮ মার্চ থেকে ঢাকার গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে ‘যাত্রা’ শিরোনামে এক শিল্পকর্ম প্রদর্শনী। দীর্ঘ সময় ধরে নারী মুক্তি আন্দোলনের যে পথপরিক্রমা এবং তার ফলে সাধিত যে অগ্রগতি, তারই প্রতিচ্ছবি যেন এই প্রদর্শনীটি। ছবিটি এঁকেছেন শিল্পী কনকচাঁপা চাকমা।