রাজধানীর দৃক গ্যালারিতে আলোকচিত্রী মোসকা নাজিব ও নাজেস আফরোজের ৫০টি স্হিরচিত্র নিয়ে ‘কাবুল থেকে কোলকাতা : সম্পর্ক, স্মৃতি ও পরিচয়’ শিরোনামে চলছে এক ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। কাবুলিওয়ালা অথবা কাবুলের লোক মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’র মাধ্যমেই পরিচিতি পায় বাংলাভাষী পাঠকের কাছে। প্রদর্শনীটি আগামী ৬ মে পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। ছবি : শিপন আলী