বাংলাদেশ ছাত্রলীগ দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। আজ ৪ জানুয়ারি ছিল ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরাও।