এনটিভি অনলাইনের ‘বাড়ি ফেরার দুরন্ত গল্প’ প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ১০ জনের হাতে আজ বৃহস্পতিবার দুপুরে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড ‘দূরন্ত’-এর সঙ্গে যৌথভাবে আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড ম্যানেজার এ এম রাকিবুল আহসান, প্রাণ আরএফএলের হেড অব ডিজিটাল আজিম হোসেন ও সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেমস দাস। এনটিভি অনলাইনের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন হেড অব অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ, অনলাইন মার্কেটিং বিভাগের ম্যানেজার তানভীর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি অনলাইনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রুহুল আমিন রনি। ছবি : মোহাম্মদ ইব্রাহিম