সরিষাক্ষেতের পাশে মধু চাষ
সরিষাক্ষেতের পাশে বক্স বসিয়ে মধু চাষ করে সাবলম্বী হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। অন্যদিকে এই মধু চাষের ফলে সরিষার ফলনও ভালো হয় বলে জানালেন কৃষকরা। সরিষাক্ষেতে মৌমাছি থাকলে স্বাভাবিককের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ ফলন ভালো হয়। এতে সরিষার দানাও ভালো হয়। তাই মধু চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সুবত আলী আশুগঞ্জ উপজেলার সোনারামপুরের একটি মাঠে ৯৪টি ব্যাক্স নিয়ে শুরু করেছেন মধু চাষ। তবে আবহাওয়া ভালো না থাকায় মধু সংগ্রহ করতে পারছেন না চাহিদামতো। আবহাওয়া ভালো থাকলে প্রতিটি বক্স থেকে তিন থেকে চার কেজি মধু সংগ্রহ করা যায়। ছবি : ফোকাস বাংলা

১ / ৮

২ / ৮

৩ / ৮

৪ / ৮

৫ / ৮

৬ / ৮

৭ / ৮

৮ / ৮