হলুদ চাদরে মোড়ানো পৃথিবী ২২ জানুয়ারি, ২০২৪, ১৪:৩৪ আপডেট: ২২ জানুয়ারি, ২০২৪, ১৪:৩৪ ফেনীর ছয়টি উপজেলায় সরিষার আবাদ হয়। কৃষকরা আশা করছেন এবার সরিষার বাম্পার ফলন হবে। সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে আজ সোমবার কয়েকজন কিশোর সরিষা ফুলের ক্ষেতে মজে রয়েছে আনন্দে। দেখে যেন মনে হয় হলুদ চাদরে মোড়ানো পৃথিবী। ছবি : ফোকাস বাংলা ১ / ৫ ২ / ৫ ৩ / ৫ ৪ / ৫ ৫ / ৫