আদালতে পরী মণির কান্না, বাইরে চিৎকার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরী মণিকে আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পুলিশ ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় কেঁদে ফেলেন তিনি। পরে আদালত থেকে বের করার সময় চিৎকার করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

১ / ১২

২ / ১২

৩ / ১২

৪ / ১২

৫ / ১২

৬ / ১২

৭ / ১২

৮ / ১২

৯ / ১২

১০ / ১২

১১ / ১২

১২ / ১২