১৭ কোটি ফলোয়ার আরিয়ানার!
তরুণ বয়সেই খ্যাতির শীর্ষে অবস্থান করা তারকাদের তালিকায় আরিয়ানা গ্রান্ডের নাম প্রথম সারিতেই থাকে। আর এর যথাযথ কারণও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা, গীতিকার আরিয়ানা প্রতিভার স্বাক্ষর রেখেছেন অভিনয়েও। ২০০৮ সালে ‘ব্রডওয়ে মিউজিক্যাল থার্টিন’-এর মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন তিনি। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ভিক্টোরিয়াস’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এর পরের গল্প কেবলই সাফল্যের। আরিয়ানাতে কতটা বুঁদ হয়ে আছেন সবাই, তা বোঝা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা দেখলেই। ইনস্টাগ্রামে আরিয়ানার অনুসারীর সংখ্যা এখন ১৭৫ মিলিয়ন, অর্থাৎ ১৭ কোটি ৫০ লাখ। যেকোনো স্টেজ শোতে আরিয়ানাকে একপলক দেখতে হুমড়ি খেয়ে পড়েন তাঁর ভক্ত-অনুরাগী। একঝলকে দেখে নিন এই সুন্দরীর দারুণ সব স্থিরচিত্র।

১ / ১১

২ / ১১

৩ / ১১

৪ / ১১

৫ / ১১

৬ / ১১

৭ / ১১

৮ / ১১

৯ / ১১

১০ / ১১

১১ / ১১