মিষ্টি হাসিতে সাফা কবির
সাফা কবির অভিনেত্রী, মডেল, গল্পকার ও চিত্রনাট্যকার। এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন তিনি। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা কবির। এরপর তিনি একটা মেয়ে নাটকে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি ভালবাসা ১০১ টেলিফিল্মে অভিনয় করেন। ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা ও মিষ্টি হাসি দিয়ে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় সাফা কবির। চলুন, সেখান দেখে নেওয়া যাক তাঁর কিছু স্থিরচিত্র। ছবি : সাফা কবিরের ফেসবুক পেজ থেকে নেওয়া

১ / ১২

২ / ১২

৩ / ১২

৪ / ১২

৫ / ১২

৬ / ১২

৭ / ১২

৮ / ১২

৯ / ১২

১০ / ১২

১১ / ১২

১২ / ১২