পুরো নাম মেঘালি মীনাক্ষি হলেও শুধু মেঘালি নামেই পরিচিত। মেঘালি মূলত তামিল সিনেমায় কাজ করেন। অবশ্য বাংলা সিনেমায়ও কাজ করেছেন এ অভিনেত্রী। মিলন ভৌমিকের ‘নির্ভয়া’ সিনেমায় কাজ করে নজর কেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনেক ভক্ত-অনুরাগী রয়েছে। আসুন, একনজরে দেখে নিই মেঘালির স্নিগ্ধ কিছু আলোকচিত্র। ছবি : সংগৃহীত