জীবিকার জন্য কাজ সবাইকেই করতে হয়। কাজের মাঝেই মানুষ বেঁচে থাকে—এ কথা যেমন সত্য, তেমনি কিছু কিছু কাজই আবার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একটু হয়তো আজবই শোনায়, তবে দন্তচিকিৎসকরা বেশ স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন। মানুষের মুখ বা মুখগহ্বর জীবাণু সংক্রমণের অন্যতম স্থান। আর সেটি নিয়ে সবচেয়ে কাছাকাছি থেকে কাজ করেন দন্তচিকিৎসকরাই। এ ছাড়া বিভিন্ন ধারালো সার্জারির উপকরণ নিয়ে তাঁদের নিয়মিত কাজ করতে হয়, যা খুবই বিপজ্জনক। ছবি : সংগৃহীত