৮০০ সন্তানের শতবর্ষী জন্মদাতা
নাম তার ‘ডিয়েগো’। বয়স শতক পেরিয়ে গেছে। সন্তানের সংখ্যা প্রায় আটশ। অতিকায় এই কচ্ছপের যৌনক্ষুধায় বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে একটি বিপন্ন প্রজাতি। বিপন্ন ‘চেলোনোইডিস হুডেনসিস’ প্রজাতির কচ্ছপের বংশবিস্তারে একটি বৈজ্ঞানিক প্রকল্পের অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় গালাপাগোস দ্বীপনিবাসী ডিয়েগোকে প্রায় ৮০ বছর আগে উত্তর ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজ দ্বীপে স্থানান্তর করা হয়। সফলভাবে ওই প্রকল্প শেষ হওয়ার পর সম্প্রতি ডিয়েগোকে গালাপাগোস দ্বীপে ছেড়ে দেওয়া হয়।

১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০