অন্তরঙ্গ ছবি দিয়ে ত্রিস্তার লড়াই
প্রতিবন্ধীদের তুলনায় শারীরিকভাবে অধিকতর সক্ষমদের দিক থেকে যে বৈষম্য সমাজে চালু আছে, তার বিরুদ্ধে কাজ করেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা আলোকচিত্রী, সম্পাদক, শিল্পী ও লেখক ত্রিস্তা ম্যাকগোভার্ন ম্যারি। বাঁকা মেরুদণ্ড ও বাম হাত নিয়ে জন্ম নেন ত্রিস্তা। রয়েছে ভয়াবহ ধরনের নিউমোনিয়া, ফুসফুস কাজ করে মাত্র ১০ শতাংশ। সারাক্ষণ কৃত্রিম অক্সিজেন নিতে হয়। অপ্রতিবন্ধীদের শারীরিক ঠাটের বিরুদ্ধে শক্ত অবস্থান তাঁর। কাজের মধ্য দিয়ে তা প্রমাণ করতে চান এই আলোকচিত্রী। মানব শরীরের নানা ভাব ক্যামেরাবন্দি করে এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে ছবি তোলাকেই অস্ত্র হিসেবে নিয়েছেন তিনি। নিজের জীবনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সব সময়। উইসকনসিন শহরে আলোকচিত্রকলায় ব্যাচেলর ডিগ্রি নেওয়ার সময় থেকে নিজের খুঁটিনাটি ব্যক্তিগত থেকে শুরু করে পেশাদার, সব পর্যায়ে সজাগ থাকার চেষ্টা ছিল ত্রিস্তার। এক ঝলকে দেখে নিন লড়াকু নারীর ত্রিস্তার বেশ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম


















