নিজ দেশ জ্যামাইকার কিংস্টন ন্যাশনাল স্টেডিয়ামে সেকেন্ড রেসারস গ্র্যান্ড প্রিক্সে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করেন গতিদানব উসাইন বোল্ট। এর আগে স্টেডিয়ামে দর্শকদের অভিবাদনের জবাব দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন, প্রকাশ করেন চিরাচরিত উচ্ছ্বাস। পরে জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসের কাছ থেকে প্রতিযোগিতার পুরস্কার নেন বোল্ট। ছবিটি স্থানীয় সময় ১০ জুন-২০১৭, শনিবার তোলা। ছবি : রয়টার্স