বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন শুরু হয়ে গেছে। প্যারিসের রোঁলা গাঁরোর লাল দুর্গে শুরুতেই অঘটন ঘটেছে। গতবারের চ্যাম্পিয়ন লাটভিয়ান তারকা জেলেনা ওস্তাপেঙ্কো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। বিশ্বের ৬৬ নম্বর খেলোয়াড় কাতেরিনা কোজলোভার কাছে হেরে যান ৭-৫, ৬-৩ গেমে। ছবি : রয়টার্স