রেকর্ডটা এত দিন মার্গারেট কোর্টের দখলে ছিল। ১৯৭৩ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ১০ বার একই গ্রান্ড স্লাম জেতেন কোর্ট। এরপর টেনিসের উন্মুক্ত যুগে আর কেউ মার্গারেট কোর্টের রেকর্ডটি ভাঙতে পারেননি। অবশেষে দশমবারের মতো ফরাসি ওপেনের শিরোপা জিতে রাফায়েল নাদাল কোর্টের সেই রেকর্ডে ভাগ বসালেন। ফরাসি ওপেনের লাল মাটিতে এ নিয়ে ১৩ বার অংশ নিয়ে ১০ বার চ্যাম্পিয়ন হলেন এই স্প্যানিয়ার্ড। আইফেল টাওয়ারের নিচে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতে নাদাল। ছবি : রয়টার্স