একমাত্র ফুটবলার হিসেবে ১ থেকে ৯০ প্রত্যেক মিনিটেই গোল করার কৃতিত্ব অর্জন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা আট বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়ের খেতাবটা রোনালদোর দখলে। সিআরসেভেন নামে রোনালদোর নিজস্ব ব্র্যান্ড রয়েছে। নাইকি, আরমানি, কোকাকোলাসহ বিশ্বের বিভিন্ন পণ্যের মডেল তিনি। ছবি : এএফপি