১৪৯ পদে নেভিতে নিয়োগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/11/14/photo-1510659222.jpg)
বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক শূন্য পদগুলোয় সরাসরি নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৩০ পদে ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
ধর্মীয় শিক্ষক, ক্যামেরাম্যান, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সহকারী এক্সামিনার, ক্যাশিয়ার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ক্রেন ড্রাইভার (ক্লাস-১), ফর্ক লিফট ড্রাইভার, লিডিং ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, টেলিফোন অপারেটর, মুয়াজ্জিন, কম্পোজিটর, ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২), ক্রেন ড্রাইভার (ক্লাস-২), মিডওয়াইফ, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, আয়া, এমটি ক্লিনার, ফায়ারম্যান, অফিস সহায়ক, ওয়ার্ডবয়, গার্ডেনার, অদক্ষ শ্রমিক, মেশিনম্যান সহকারী, খাকরব।
যোগ্যতা
প্রতিটি পদের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে।
যাঁরা আবেদন করতে পারবেন
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীরা বিজ্ঞপ্তিতে প্রকাশিত ক্রমিক নম্বর ১ থেকে ২১ পর্যন্ত উল্লিখিত পদের জন্য করতে পারবেন।
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীরা বিজ্ঞপ্তিতে প্রকাশিত ক্রমিক নম্বর ২২ থেকে ৩০ পর্যন্ত উল্লিখিত পদের জন্য করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে ‘পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১৮ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : bangladesh.gov.bd