ক্যারিয়ার গড়ুন বিশ্বসাহিত্য কেন্দ্রে
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মসূচিতে বেশকিছু পদে নিয়োগের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রকল্পে ডেপুটি ডাইরেক্টর পদে একজন, ভেহিকেল অ্যান্ড লজিস্টিক অফিসার, অ্যাকাউন্টস অফিসার, ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানসহ সাতজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের অবশ্যই যোগ্য, সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন ও কর্মঠ হতে হবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন অভিজ্ঞ প্রার্থীরা।
প্রকল্প পরিচালক বারাবর আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর ২০১৫ পর্যন্ত।
দৈনিক সমকালে ২০ অক্টোবর ২০১৫ তারিখে প্রকাশিত মূল বিজ্ঞাপনটি দেখুন-