বাপেক্সে ১৩৮টি পদে চাকরির বিজ্ঞপ্তি
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন/সাধারণ), সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা), সহকারী ব্যবস্থাপক (যন্ত্রকৌশল), সহকারী ব্যবস্থাপক (তড়িৎ কৌশল), সহকারী ব্যবস্থাপক (ইঅ্যান্ডএস), সহকারী ব্যবস্থাপক (ভূপদার্থ), সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব), সহকারী ব্যবস্থাপক (রসায়ন), সহকারী ব্যবস্থাপক (সিমেন্টেশন), সহকারী ব্যবস্থাপক (টেস্টিং), সহকারী ব্যবস্থাপক (আইটি), সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং), সহকারী খননবিদ, সহকারী কর্মকর্তা (প্রশাসন/সাধারণ), সহকারী কর্মকর্তা (হিসাব/অর্থ/নিরীক্ষা), সহকারী কর্মকর্তা (যন্ত্রকৌশল), সহকারী কর্মকর্তা (তড়িৎ কৌশল), সহকারী কর্মকর্তা (অটোমোবাইল), ট্রেইনি ডিলার, জুনিয়র ইলেকট্রনিক্স কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) পদে ১৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
সর্বোচ্চ ৩০ বছর বয়সের যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা প্রয়োজনীয় সনদসহ আগামী ১৫ নভেম্বর-২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১৩ অক্টোবর-২০১৫ তারিখে প্রকাশিত মূল বিজ্ঞাপনটি দেখুন :