প্রাইমএশিয়া ভার্সিটিতে ডেপুটি রেজিস্ট্রার, সেক্রেটারি আবশ্যক
ডেপুটি রেজিস্ট্রার ও বোর্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।
স্নাতকোত্তর ডিগ্রিধারী ও অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার পদে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বোর্ড সেক্রেটারি পদের জন্য আবেদনের অনুরোধ জানানো হয়েছে ইংরেজিতে এমএ ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিনি থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের। এখানেও অগ্রাধিকার পাবেন এমবিএ ডিগ্রিধারীরা।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ অক্টোবর, ২০১৫ পর্যন্ত।
সূত্র : দৈনিক প্রথম আলো, ১৯ অক্টোবর ২০১৫।