এটিএন নিউজে চাকরির সুযোগ
ঢাকার ভেতরে ম্যানেজার (সেলস্ অ্যান্ড মার্কেটিং) পদে দুজন ও ফ্রন্ট ডেস্ক অফিসার পদে একজনকে নিয়োগ দেবে এটিএন নিউজ। টেলিভিশন মিডিয়ায় চাকরি করতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩৫ থেকে ৪৫ বয়সের স্নাতকোত্তর অথবা মার্কেটিংয়ে এমবিএ সার্টিফিকেটধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন ম্যানেজার (সেলস্ অ্যান্ড মার্কেটিং) পদে। আবেদনকারীদের সেলস্ ও মার্কেটিংয়ে ন্যূনতম ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া ফ্রন্ট ডেস্ক অফিসার পদে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ২২ থেকে ২৮ বছর হতে হবে। সব পদের জন্য বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে ।
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক জীবনবৃত্তান্ত, ছবি, সকল সার্টিফিকেটের কপি ও জাতীয় পরিচয়পত্রসহ ‘সিইও, এটিএন নিউজ লিমিটেড, হাসান প্লাজা, ৫৩ কারওয়ান বাজার সি/এ, ঢাকা’ অথবা sarker.feroz@atnnewstv.com ঠিকানায় আবেদনপত্র পাঠানোর অনুরোধ জানিয়েছে এটিএন নিউজ কর্তৃপক্ষ। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০১৫।
সূত্র : বিডিজবস্.কম